অর্কিডের ভূবনে আপনাকে স্বাগতম!

অর্কিড ফুলের ছোঁয়ায় আপনার জীবন হোক আরও অর্থপূর্ণ ও নান্দনিক-শুভ সালাতিন

ছাদে বা বারান্দায় অর্কিড চাষ করবেন কিভাবে?

অর্কিডের ছোঁয়ায় আপনার গৃহকোন হোক নান্দনিক। অর্কিড পালন করতে চান, কিন্তু, কিভাবে শুরু করবেন? কি জাতের অর্কিড ভালো? কত দাম? রোগ-বালাই দুর করবেন কিভাবে? সার ও পানি দেওয়ার নিয়ম-কানুন ? সব প্রশ্নের উত্তর পাবেন এখানে...

অর্কিডের জন্য উপযুক্ত পরিবেশ?

অর্কিডের জন্য উপযুক্ত পরিবেশ কোনটা? কি জাতের অর্কিড সহজেই লালন পালন করা যায়? অর্কিড ঘর, টব, মিডিয়া কি ও কেন প্রয়োজন? অর্কিডের পাতা কেন হলুদ হয়ে যাচ্ছে কেন? কনফিউজড?? সমাধান এখন আপনার হাতের নাগালে..

অর্কিড পালন ? সেতো অনেক খরচের বিষয় !

আপনি কি জানেন ? একটি অর্কিড থেকে সহজেই একাধিক অর্কিড পেতে পারেন। এখানে পাচ্ছেন বীজ থেকে কিংবা কঁচি বাড থেকে নতুর অর্কিড উৎপাদনের কৌশল। আপনার সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি রয়েছি..

বুঁনো অর্কিডের খোঁজে

চলুন, ঘুরে আসি বাংলাদেশের পাহাড় আর জংগলে, যেখানে গাছের ডালে ঝুলে আছে অগণিত নমা না জানা অগণিত অর্কিড। এই বুনো অর্কিডের সৌন্দর্য আপনাকে শহুরের একঘেয়েমী জীবন থেকে একটানে তুলে নিয়ে যাবে সৌন্দর্যের এক অনাবিল ভূবনে। ফ্রেম বন্দি করবো অনিন্দ্য সুন্দর মুহূর্তগুলো। অর্কিডের ভূবনে আপনি স্বাগত !

Showing posts with label orchid care. Show all posts
Showing posts with label orchid care. Show all posts

Monday, March 19, 2018

অনসোডিয়াম

এই অর্কিড ফুলটি আমাদের দেশী নয়। অর্কিডটি এসেছে মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে। প্রায় ৩০০ প্রজাতির অনসোডিয়াম আছে।  বাংলাদেশে যে প্রজাতির অনসোডিয়াম বেশী দেখা যায়,সেটির ফুল হলুদ বর্ণের। একেকটি ফুল কাছ থেকে দেখলে মনে হয় যেন হলুদ ঘাগড়া পড়া নৃত্যরত কিশোরী। ইংরেজীতে এই অর্কিডের একটি চমৎকার নাম আছে-‘ড্যান্সিডল’। থাইল্যান্ডে এই ফুলের ডিজাইন অনুসরণ করে ইমিটেশনের বা সোনার গহনা তৈরী করা হয়।


১৮-২০ মাস বয়সী গাছে ফুল আসতে শুরু করে। পুষ্পদন্ডগুলো সরু ও লম্বা। প্রতিটি পুষ্পদন্ডে  ২০থেকে ৩০ টি ছোট ছোট ফুল ধরে। সঠিকভাবে পরিচর্যা করলে ১০-১২ সপ্তাহ পর পর ফুল আসে।

আলো : উজ্জল ও  ইন-ডাইরেক্ট আলো প্রয়োজন ।  খোলা জানালার পাশে রাখতে পারেন। জায়গা না থাকলে ঘরের ভিতর কৃত্রিম আলোতেও ভালো থাকে।

পানি:  গাছ বাড়ার সময় মধ্যম মানের আদ্রতা প্রয়োজন। অতিরিক্ত পানি দেওয়া যাবে না

অনসোডিয়াম জাতের অন্যান্য ফুলগুলো হলোঃ

1. Oncidium Taka
2. Oncidium Larn Ceanum
3.Oncidium Pulchellum
4.Oncidium Caeser ( Roman flower)

দক্ষিণ আমেরিকায় লাল, খয়েরী,বেগুনী ও গোলাপী অর্কিড দেখা যায়। 

Thursday, October 20, 2016

অর্কিডের যত্ন-১


২০১৬ সালে আগাঁরগাও-এর জাতীয় বৃক্ষমেলায় গিয়েছিলাম। শুক্রবার। মেলায় বেশ ভীড়। বুক্ষপ্রেমিকদের কোলাহল চারিদিকে। ঘুরতে ঘুরতে চলে এলাম দীপ্ত অর্কিডের স্টলে। স্টলে সুন্দর করে সাজানো মোকারা, ড্যানড্রোবিয়াম,ভ্যান্ডা অর্কিড। স্টলে বেশ ভীড়। কেনার চেয়ে দেখার লোকই বেশী। বিক্রিও হচ্ছে টুকটাক। একটি ফুল ধরা মোকারা অর্কিডের দাম ৮০০ টাকা। ড্যানড্রোবিয়াম অর্কিড বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। ড্যানড্রোবিয়াম চারা বিক্রি হচ্ছে ৫০  টাকা পিছ। কাঁচের বোতলে টিস্যূ কালচারকৃত ড্যানড্রোবিয়াম চারা অর্কিড বিক্রি হচ্ছে ১৫০০ টাকা। বিনামূল্যে বিতরণ হচ্ছে অর্কিড লালনপালনের এক পাতার নির্দেশিকা। নির্দেশিকাটি বেশ তথ্যবহুল। আগ্রহীদের জন্য এখানে তা তুলে দেওয়া হলো। আশা করি কাজে লাগবে।

১.পানি দেওয়া :

শুষ্ক মৌসুমে কমপক্ষে দুইবার আগা থেকে গোড়া পর্যন্ত পানি দ্বারা ভালভাবে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে (সকালে ও দুপুরে)। অন্য মৌসূমে (বর্ষাকাল ছাড়া) শুধু একবার সকালে দিতে হবে।

২. সার দেওয়া :
সপ্তাহে একদিন সকালে এক লিটার পানির সংগে ৬ গ্রাম সার মিশ্রিত পানি একইভাবে স্প্রে করে দিতে হবে ( সকালে দেওয়া ভালো)।
সার=৬ গ্রাম ( ২ গ্রাম ইউরিয়া,২ গ্রাম টিসপি, ২ গ্রাম এমপিও এর মিশ্রন)।

৩. ঔষধ দেওয়া:
প্রতি ১০ দিন অন্তর এক লিটার পানির সংগে ২ গ্রাম/মিলি হারে স্প্রে করতে হবে।
ঔষধের নাম: ক.  ডারবেন এম ৪৫ খ. রিডোমিল গোল্ড গ. ব্যাবিষ্টিন ইত্যাদি।
( যেকোন একটি, ঔষধ বিকেলে স্প্রে করা অধিক কার্যকারী)।

৪. বিষ স্প্রে:
গাছে কিংবা ফুলে পোকা মাকড়ের উপদ্রব লক্ষ্য করা গেলে ১ লিটার পানিতে ২ গ্রাম/মিলি হারে একইভাবে বিকেলে স্প্রে করতে হবে।
বিষের নাম: ক. টলষ্টার খ. এডমায়ার গ. সেভিন-৮৫ ইত্যাদি (যেকোন একটি)।