পৃথিবীতে প্রায় ২০.০০০ প্রজাতির অর্কিড রয়েছে । কিন্তু পৃথিবীর সবচেয়ে দামী অর্কিড কোনটি? সাধারণত দামী অর্কিড মাত্রই দুলর্ভ অর্কিড। পৃথিবীর সবচেয়ে দামী অর্কিডের নাম রথচাইল্ডস ল্যাডি সিøপার। দুলর্ভ অর্কিড সংগ্রহকারীরা এই অর্কিডের দাম নিয়ে মাথা ঘামায় না । এই অর্কিডের একটি স্টেমের (ফুলসহ ডাল) দামীই ৬০০০ মার্কিন ডলার। এই অর্কিড জন্মাতে ও ফুল ফোটাতে ১৫ বছরের বেশী সময় লাগে। রথচাইল্ডস ল্যাডি সিøপার অর্কিড ফুলের সৌন্দর্য অতুলনীয়। এই অর্কিড অত্যন্ত দুর্লভ।![]() |
| Rothschild’s Slipper |
১৯৮৭ সালে রথচাইল্ডস মালয়েশিয়ার কিনাবালু রেইনফরেষ্ট-এ এই অর্কিড আবিষ্কার করেন। সমুদ্রপৃ®ঠ হতে ৫০০ থেকে ১২০০ মিটার উচ্চতায় এই অর্কিড জন্মায়, তাছাড়া মরা নদী ও কিøফের আশেপাশে মরা পাতা ও ডালপালায় এই অর্কিড জন্মায়।
বৈজ্ঞানিক নাম : Paphiopedilum rothschildianum
অন্যান্য জনপ্রিয় নাম: কিনাবালুর স্বর্ণ ।

0 comments:
Post a Comment