Monday, March 19, 2018

অনসোডিয়াম

এই অর্কিড ফুলটি আমাদের দেশী নয়। অর্কিডটি এসেছে মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে। প্রায় ৩০০ প্রজাতির অনসোডিয়াম আছে।  বাংলাদেশে যে প্রজাতির অনসোডিয়াম বেশী দেখা যায়,সেটির ফুল হলুদ বর্ণের। একেকটি ফুল কাছ থেকে দেখলে মনে হয় যেন হলুদ ঘাগড়া পড়া নৃত্যরত কিশোরী। ইংরেজীতে এই অর্কিডের একটি চমৎকার নাম আছে-‘ড্যান্সিডল’। থাইল্যান্ডে এই ফুলের ডিজাইন অনুসরণ করে ইমিটেশনের বা সোনার গহনা তৈরী করা হয়।


১৮-২০ মাস বয়সী গাছে ফুল আসতে শুরু করে। পুষ্পদন্ডগুলো সরু ও লম্বা। প্রতিটি পুষ্পদন্ডে  ২০থেকে ৩০ টি ছোট ছোট ফুল ধরে। সঠিকভাবে পরিচর্যা করলে ১০-১২ সপ্তাহ পর পর ফুল আসে।

আলো : উজ্জল ও  ইন-ডাইরেক্ট আলো প্রয়োজন ।  খোলা জানালার পাশে রাখতে পারেন। জায়গা না থাকলে ঘরের ভিতর কৃত্রিম আলোতেও ভালো থাকে।

পানি:  গাছ বাড়ার সময় মধ্যম মানের আদ্রতা প্রয়োজন। অতিরিক্ত পানি দেওয়া যাবে না

অনসোডিয়াম জাতের অন্যান্য ফুলগুলো হলোঃ

1. Oncidium Taka
2. Oncidium Larn Ceanum
3.Oncidium Pulchellum
4.Oncidium Caeser ( Roman flower)

দক্ষিণ আমেরিকায় লাল, খয়েরী,বেগুনী ও গোলাপী অর্কিড দেখা যায়। 

0 comments:

Post a Comment