
![]() |
Rothschild’s Slipper |
১৯৮৭ সালে রথচাইল্ডস মালয়েশিয়ার কিনাবালু রেইনফরেষ্ট-এ এই অর্কিড আবিষ্কার করেন। সমুদ্রপৃ®ঠ হতে ৫০০ থেকে ১২০০ মিটার উচ্চতায় এই অর্কিড জন্মায়, তাছাড়া মরা নদী ও কিøফের আশেপাশে মরা পাতা ও ডালপালায় এই অর্কিড জন্মায়।
বৈজ্ঞানিক নাম : Paphiopedilum rothschildianum
অন্যান্য জনপ্রিয় নাম: কিনাবালুর স্বর্ণ ।