
বাংলাদেশের আবহাওয়ায় ড্যানড্রবিয়াম খুব জন্মে। এই অর্কিডের ফুল ছোট,মাঝারী ও বড় আকারের হয়। ফুলের রঙে আছে বৈচিত্র। সাদা,হলদে,সবুজ,লাল রঙের ফুল মনকে মোহিত করে। নার্সারীতে এই অর্কিডের প্রাধান্য বেশী। তুলনামূলক দাম কম থাকায় বিক্রিও ভাল। ড্যানড্রবিয়াম মূলত এপিফাইটিক অথাৎ গাছে জন্মায়। আবার কিছু কিছু ড্যানড্রবিয়াম লিথোফাইটিক অথাৎ পাথরের ভাঁজে জন্মায়। হিমালয় পর্বতমালায় যেমন এই অর্কিড দেখা যায়, তেমনি গ্রীষ্মমন্ডলীয় বনাঞ্চল এমনকি অষ্ট্রেলিয়ান মরুভূমির শুষ্ক আবহাওয়াতেও এই অর্কিড দেখা যায়।
সারা গ্রীষ্মকালেই ড্যানড্রবিয়াম অর্কিডের ফুল ফোটে কিন্তু, শীতকালে বিশ্রাম নেয়।
0 comments:
Post a Comment