Thursday, October 20, 2016

অর্কিডের যত্ন-১


২০১৬ সালে আগাঁরগাও-এর জাতীয় বৃক্ষমেলায় গিয়েছিলাম। শুক্রবার। মেলায় বেশ ভীড়। বুক্ষপ্রেমিকদের কোলাহল চারিদিকে। ঘুরতে ঘুরতে চলে এলাম দীপ্ত অর্কিডের স্টলে। স্টলে সুন্দর করে সাজানো মোকারা, ড্যানড্রোবিয়াম,ভ্যান্ডা অর্কিড। স্টলে বেশ ভীড়। কেনার চেয়ে দেখার লোকই বেশী। বিক্রিও হচ্ছে টুকটাক। একটি ফুল ধরা মোকারা অর্কিডের দাম ৮০০ টাকা। ড্যানড্রোবিয়াম অর্কিড বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। ড্যানড্রোবিয়াম চারা বিক্রি হচ্ছে ৫০  টাকা পিছ। কাঁচের বোতলে টিস্যূ কালচারকৃত ড্যানড্রোবিয়াম চারা অর্কিড বিক্রি হচ্ছে ১৫০০ টাকা। বিনামূল্যে বিতরণ হচ্ছে অর্কিড লালনপালনের এক পাতার নির্দেশিকা। নির্দেশিকাটি বেশ তথ্যবহুল। আগ্রহীদের জন্য এখানে তা তুলে দেওয়া হলো। আশা করি কাজে লাগবে।

১.পানি দেওয়া :

শুষ্ক মৌসুমে কমপক্ষে দুইবার আগা থেকে গোড়া পর্যন্ত পানি দ্বারা ভালভাবে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে (সকালে ও দুপুরে)। অন্য মৌসূমে (বর্ষাকাল ছাড়া) শুধু একবার সকালে দিতে হবে।

২. সার দেওয়া :
সপ্তাহে একদিন সকালে এক লিটার পানির সংগে ৬ গ্রাম সার মিশ্রিত পানি একইভাবে স্প্রে করে দিতে হবে ( সকালে দেওয়া ভালো)।
সার=৬ গ্রাম ( ২ গ্রাম ইউরিয়া,২ গ্রাম টিসপি, ২ গ্রাম এমপিও এর মিশ্রন)।

৩. ঔষধ দেওয়া:
প্রতি ১০ দিন অন্তর এক লিটার পানির সংগে ২ গ্রাম/মিলি হারে স্প্রে করতে হবে।
ঔষধের নাম: ক.  ডারবেন এম ৪৫ খ. রিডোমিল গোল্ড গ. ব্যাবিষ্টিন ইত্যাদি।
( যেকোন একটি, ঔষধ বিকেলে স্প্রে করা অধিক কার্যকারী)।

৪. বিষ স্প্রে:
গাছে কিংবা ফুলে পোকা মাকড়ের উপদ্রব লক্ষ্য করা গেলে ১ লিটার পানিতে ২ গ্রাম/মিলি হারে একইভাবে বিকেলে স্প্রে করতে হবে।
বিষের নাম: ক. টলষ্টার খ. এডমায়ার গ. সেভিন-৮৫ ইত্যাদি (যেকোন একটি)।






























0 comments:

Post a Comment