অর্কিডের ভূবনে আপনাকে স্বাগতম!

অর্কিড ফুলের ছোঁয়ায় আপনার জীবন হোক আরও অর্থপূর্ণ ও নান্দনিক-শুভ সালাতিন

ছাদে বা বারান্দায় অর্কিড চাষ করবেন কিভাবে?

অর্কিডের ছোঁয়ায় আপনার গৃহকোন হোক নান্দনিক। অর্কিড পালন করতে চান, কিন্তু, কিভাবে শুরু করবেন? কি জাতের অর্কিড ভালো? কত দাম? রোগ-বালাই দুর করবেন কিভাবে? সার ও পানি দেওয়ার নিয়ম-কানুন ? সব প্রশ্নের উত্তর পাবেন এখানে...

অর্কিডের জন্য উপযুক্ত পরিবেশ?

অর্কিডের জন্য উপযুক্ত পরিবেশ কোনটা? কি জাতের অর্কিড সহজেই লালন পালন করা যায়? অর্কিড ঘর, টব, মিডিয়া কি ও কেন প্রয়োজন? অর্কিডের পাতা কেন হলুদ হয়ে যাচ্ছে কেন? কনফিউজড?? সমাধান এখন আপনার হাতের নাগালে..

অর্কিড পালন ? সেতো অনেক খরচের বিষয় !

আপনি কি জানেন ? একটি অর্কিড থেকে সহজেই একাধিক অর্কিড পেতে পারেন। এখানে পাচ্ছেন বীজ থেকে কিংবা কঁচি বাড থেকে নতুর অর্কিড উৎপাদনের কৌশল। আপনার সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি রয়েছি..

বুঁনো অর্কিডের খোঁজে

চলুন, ঘুরে আসি বাংলাদেশের পাহাড় আর জংগলে, যেখানে গাছের ডালে ঝুলে আছে অগণিত নমা না জানা অগণিত অর্কিড। এই বুনো অর্কিডের সৌন্দর্য আপনাকে শহুরের একঘেয়েমী জীবন থেকে একটানে তুলে নিয়ে যাবে সৌন্দর্যের এক অনাবিল ভূবনে। ফ্রেম বন্দি করবো অনিন্দ্য সুন্দর মুহূর্তগুলো। অর্কিডের ভূবনে আপনি স্বাগত !

Showing posts with label অর্কিড ভিডিও. Show all posts
Showing posts with label অর্কিড ভিডিও. Show all posts

Thursday, October 27, 2022

আমার ছাদে অর্কিডের বাগান

 আমার ছাদে অর্কিডের বাগান। অর্কিডের জন্য ছাদের আবহাওয়া খুব ভালো। আপনার বাসার ছাদ হতে পারে অর্কিডের জন্য আর্দশ। খেয়াল রাখতে হবে , ছাদের চারপাশ যেন খোলামেলা হয়। বিশেষ করে পূর্ব দিক যেন খোলা থাকে।



ভোরের আলো অর্কিডের জন্য খুবই উপকারী। অর্কিডের জন্য মাচা তৈরী করতে হবে। বাঁশের মাচা তেমন ভালো হয় না।  রোদ-বৃষ্টিতে বাঁশ পচেঁ  মাচা ধসে পড়তে পারে। সেজন্য  রড় দিয়ে বানালে অনেকদিন টিকে থাকবে।  পানি নিষ্কাশনের ভালো ব্যবস্হা রাখতে হবে। গ্রাউন্ড অর্কিড থাকলে নিয়মিত আগাছা,শ্যাওলা পরিষ্কার করতে হবে।