অর্কিডের ভূবনে আপনাকে স্বাগতম!

অর্কিড ফুলের ছোঁয়ায় আপনার জীবন হোক আরও অর্থপূর্ণ ও নান্দনিক-শুভ সালাতিন

Sunday, February 6, 2022

গ্রাউন্ড অর্কিড

ইদানিং গ্রাউন্ড অর্কিড শৈখীন বাগানীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। গ্রাউন্ড অর্কিডের দাম বেশ চড়া। বেশীর ভাগই থাইল্যান্ড বা চীন থেকে আমদানীকৃত। উচ্চমূল্যের জন্য এই গ্রাউন্ড অর্কিড সবাই কিনতে পারে না। গ্রাউন্ড অর্কিড অনেকে শখ করে কিনেন, কিন্তুু বাঁচাতে পারেন না। অথচ সামান্য যত্ন করলে এই অর্কিড সারাবছর ফুল দিয়ে আপনার মনকে সতেজ রাখবে। আসুন, দেখা যাক, কিভাবে যত্ন করলে গ্রাউন্ড অর্কিড...