অর্কিডের ভূবনে আপনাকে স্বাগতম!

অর্কিড ফুলের ছোঁয়ায় আপনার জীবন হোক আরও অর্থপূর্ণ ও নান্দনিক-শুভ সালাতিন

ছাদে বা বারান্দায় অর্কিড চাষ করবেন কিভাবে?

অর্কিডের ছোঁয়ায় আপনার গৃহকোন হোক নান্দনিক। অর্কিড পালন করতে চান, কিন্তু, কিভাবে শুরু করবেন? কি জাতের অর্কিড ভালো? কত দাম? রোগ-বালাই দুর করবেন কিভাবে? সার ও পানি দেওয়ার নিয়ম-কানুন ? সব প্রশ্নের উত্তর পাবেন এখানে...

অর্কিডের জন্য উপযুক্ত পরিবেশ?

অর্কিডের জন্য উপযুক্ত পরিবেশ কোনটা? কি জাতের অর্কিড সহজেই লালন পালন করা যায়? অর্কিড ঘর, টব, মিডিয়া কি ও কেন প্রয়োজন? অর্কিডের পাতা কেন হলুদ হয়ে যাচ্ছে কেন? কনফিউজড?? সমাধান এখন আপনার হাতের নাগালে..

অর্কিড পালন ? সেতো অনেক খরচের বিষয় !

আপনি কি জানেন ? একটি অর্কিড থেকে সহজেই একাধিক অর্কিড পেতে পারেন। এখানে পাচ্ছেন বীজ থেকে কিংবা কঁচি বাড থেকে নতুর অর্কিড উৎপাদনের কৌশল। আপনার সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি রয়েছি..

বুঁনো অর্কিডের খোঁজে

চলুন, ঘুরে আসি বাংলাদেশের পাহাড় আর জংগলে, যেখানে গাছের ডালে ঝুলে আছে অগণিত নমা না জানা অগণিত অর্কিড। এই বুনো অর্কিডের সৌন্দর্য আপনাকে শহুরের একঘেয়েমী জীবন থেকে একটানে তুলে নিয়ে যাবে সৌন্দর্যের এক অনাবিল ভূবনে। ফ্রেম বন্দি করবো অনিন্দ্য সুন্দর মুহূর্তগুলো। অর্কিডের ভূবনে আপনি স্বাগত !

Saturday, April 7, 2018

দেশী অর্কিড: রিনকসটাইলিস

দেশী অর্কিড:  রিনকসটাইলিস

এই অর্কিডের পাতা লম্বা ও সরু। ছড়া এক থেকে দেড় হাত ঝুলে থাকে। গাছের গা বেয়ে ৫/৬টি ছড়া নামে। ফুলের পাপড়ি সাদা, গোলাপীর ভিতর বেগুনি ফুটকি দেওয়া থাকে। এটাকে ফক্সটেইল অর্কিডও বলা হয়ে থাকে। সংস্কৃতিতে এই ফুল দ্রৌপদী মালা নামেও পরিচিত। বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম,ময়মনসিংহ ও দিনাজপুরের বনে এই অর্কিড গাছের ডালে ঝুলে থাকে।

রিনকসটাইলিস কমলা, গাঢ় লাল,হলুদ ও বেগুনী রঙের হতে পারে। মায়ানমার, ব্যাংকক,ভারতের আসাম রাজ্য,সিংগাপুরে এই ফুল প্রচুর ফোটে।

 মার্চ ও এপ্রিলে ফুল আসে।

Thursday, April 5, 2018

দেশী অর্কিড-পিয়ারারডি

 বাংলাদেশের অনেক জায়গায় বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটে বড় বড় রেইনট্রি বা বহুবর্ষজীবি গাছগুলোতে এই অর্কিডগুলো ঝুলে থাকতে দেখা যায়। 

পাতা চিকন ও ডাল সরু ও লম্বা । শীতকালে ডালে কোন পাতা থাকে না। বর্ষাকালে নতুন পাতায় ভরে যায় ডাল। বসন্তকালে ফুলে ফুলে ভরে যায় লম্বা ডালগুলো । ছোট ছোট ফুলগুলোর সৌন্দর্য অতুলনীয়। গোলাপী ও হাল্কা গোলাপী রঙের এই ফুল আকৃষ্ট করে সবাইকে। 

এই অর্কিডগুলো বাড়ির প্রবেশ পথে ঝুলিয়ে রাখতে পারেন। অতুলনীয় সৌন্দর্যে আপনাকে এবং আপনার অতিথিকে স্বাগত জানাবে এই অর্কিড। তাছাড়া হোটেল, দোকান-এই অর্কিড শোভা বর্ধন করে।

গাছের ডালে ঝুলিয়ে দিলে, কিংবা নারকেলের ছোবা, টবে, বাস্কেটে রাখলে বর্ষাকালে শিকড় গাছের ডাল, নারকেলের ছোবা, বাষ্কেট আঁকড়ে ধরে গাছের শক্তি বাড়ায়।
খোয়া বা কাঠ কয়লার প্রয়োজন হয় না। টব বা বাস্কেটে রাখলে অবল্বনের জন্য প্রয়োজন হয়। বসন্তকালে ফুলে ফুলে ভরে যাবে ডালগুলো।


এই অর্কিড ভারতের হিমালয়, নেপাল,ভূটান ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর বনে বনে  পাওয়া যায়।
অর্কিডের যতœ: পানি ও সার নিয়মিত দিলে ফুল টিকে অনেকদিন। ফুলে পানি দিলে ফুল নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। পানি স্প্রে করতে হবে শিকড়ে,ফুলে নয়। ফুল ঝরে গেলে লম্বা ছড়াগুলো কাটবেন না। বসন্তের শেষে বৃষ্টিতে ছড়াগুলোতে নতুন চাড়া গজাবে শিকড়সহ।

চারাগাছ শিকড়সহ গাছের ডালে বেঁধে দিলে সারা বর্ষাজুড়ে বড় হবে ও বসন্তে ফুলে ফুলে ভরে যাবে।

Monday, March 19, 2018

অনসোডিয়াম

এই অর্কিড ফুলটি আমাদের দেশী নয়। অর্কিডটি এসেছে মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে। প্রায় ৩০০ প্রজাতির অনসোডিয়াম আছে।  বাংলাদেশে যে প্রজাতির অনসোডিয়াম বেশী দেখা যায়,সেটির ফুল হলুদ বর্ণের। একেকটি ফুল কাছ থেকে দেখলে মনে হয় যেন হলুদ ঘাগড়া পড়া নৃত্যরত কিশোরী। ইংরেজীতে এই অর্কিডের একটি চমৎকার নাম আছে-‘ড্যান্সিডল’। থাইল্যান্ডে এই ফুলের ডিজাইন অনুসরণ করে ইমিটেশনের বা সোনার গহনা তৈরী করা হয়।


১৮-২০ মাস বয়সী গাছে ফুল আসতে শুরু করে। পুষ্পদন্ডগুলো সরু ও লম্বা। প্রতিটি পুষ্পদন্ডে  ২০থেকে ৩০ টি ছোট ছোট ফুল ধরে। সঠিকভাবে পরিচর্যা করলে ১০-১২ সপ্তাহ পর পর ফুল আসে।

আলো : উজ্জল ও  ইন-ডাইরেক্ট আলো প্রয়োজন ।  খোলা জানালার পাশে রাখতে পারেন। জায়গা না থাকলে ঘরের ভিতর কৃত্রিম আলোতেও ভালো থাকে।

পানি:  গাছ বাড়ার সময় মধ্যম মানের আদ্রতা প্রয়োজন। অতিরিক্ত পানি দেওয়া যাবে না

অনসোডিয়াম জাতের অন্যান্য ফুলগুলো হলোঃ

1. Oncidium Taka
2. Oncidium Larn Ceanum
3.Oncidium Pulchellum
4.Oncidium Caeser ( Roman flower)

দক্ষিণ আমেরিকায় লাল, খয়েরী,বেগুনী ও গোলাপী অর্কিড দেখা যায়।