Saturday, April 7, 2018

দেশী অর্কিড: রিনকসটাইলিস

দেশী অর্কিড:  রিনকসটাইলিস

এই অর্কিডের পাতা লম্বা ও সরু। ছড়া এক থেকে দেড় হাত ঝুলে থাকে। গাছের গা বেয়ে ৫/৬টি ছড়া নামে। ফুলের পাপড়ি সাদা, গোলাপীর ভিতর বেগুনি ফুটকি দেওয়া থাকে। এটাকে ফক্সটেইল অর্কিডও বলা হয়ে থাকে। সংস্কৃতিতে এই ফুল দ্রৌপদী মালা নামেও পরিচিত। বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম,ময়মনসিংহ ও দিনাজপুরের বনে এই অর্কিড গাছের ডালে ঝুলে থাকে।

রিনকসটাইলিস কমলা, গাঢ় লাল,হলুদ ও বেগুনী রঙের হতে পারে। মায়ানমার, ব্যাংকক,ভারতের আসাম রাজ্য,সিংগাপুরে এই ফুল প্রচুর ফোটে।

 মার্চ ও এপ্রিলে ফুল আসে।

0 comments:

Post a Comment