Monday, October 31, 2016

পৃথিবীর সবচেয়ে দামী অর্কিড

পৃথিবীতে প্রায় ২০.০০০ প্রজাতির অর্কিড রয়েছে । কিন্তু পৃথিবীর সবচেয়ে দামী অর্কিড কোনটি?  সাধারণত দামী অর্কিড মাত্রই দুলর্ভ অর্কিড। পৃথিবীর সবচেয়ে দামী অর্কিডের নাম রথচাইল্ডস ল্যাডি সিøপার। দুলর্ভ অর্কিড সংগ্রহকারীরা এই অর্কিডের দাম নিয়ে মাথা ঘামায় না । এই অর্কিডের একটি স্টেমের (ফুলসহ ডাল) দামীই ৬০০০ মার্কিন ডলার। এই অর্কিড জন্মাতে ও ফুল ফোটাতে ১৫ বছরের বেশী সময় লাগে। রথচাইল্ডস ল্যাডি সিøপার অর্কিড ফুলের সৌন্দর্য অতুলনীয়। এই অর্কিড অত্যন্ত দুর্লভ।


Rothschild’s Slipper
মালয়েশিয়ার সাবাহ প্রদেশে এই অর্কিডের  ®হানীয় নাম ‘সুমাজু’ । সাবাহ প্রদেশের একটি আঞ্চলিক নাচের নাম ‘সুমাজু’। অর্কিড ফুলটির দুই দিকে দুইটি প্রসারিত ও আন্দোলিত পাপঁড়ি দেখলে সুমাজুর নৃতরত রমনীর মতো লাগে। পাপঁড়িতে সাদা ফুটকি রয়েছে। স্টেম বা ডাল লাল রঙের। ডালে তিন থেকে চারটি ফুল ধরে,অবশ্য ৬টি ফুলও ধরতে দেখা যায়।।

১৯৮৭ সালে  রথচাইল্ডস মালয়েশিয়ার কিনাবালু রেইনফরেষ্ট-এ এই অর্কিড আবিষ্কার করেন। সমুদ্রপৃ®ঠ হতে ৫০০ থেকে ১২০০ মিটার উচ্চতায় এই অর্কিড জন্মায়, তাছাড়া মরা নদী ও কিøফের আশেপাশে মরা পাতা ও ডালপালায় এই অর্কিড জন্মায়। 

বৈজ্ঞানিক নাম :  Paphiopedilum rothschildianum

অন্যান্য জনপ্রিয় নাম: কিনাবালুর স্বর্ণ ।

0 comments:

Post a Comment